শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের 'ভুখা' মিছিল

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
  ১০ মার্চ ২০২৫, ০০:০০
এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের 'ভুখা' মিছিল
এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের 'ভুখা' মিছিল

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন-এমপিও সংগঠনের মোর্চা 'সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ'র উদ্যোগে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচির ১৫তম দিন চলছে। আজ ১৫ তম দিনে শিক্ষকরা খালি পেস্নট নিয়ে ভূখা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার জাতীয় প্রেসম ক্লাবের সামনে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও সংগঠনের মোর্চা 'সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ'র উদ্যোগে গত মাসের ২৩ ফেব্রম্নয়ার থেকে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছে। প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিঞার সভাপতিত্বে ১৫তম দিনের লাগাতার অবস্থান কার্যক্রম শুরু হয়ে বেলা ১১ টার দিকে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে হাতে খালি পেস্নট নিয়ে 'কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না তা হবে না'সহ নানা স্স্নোগানে একটি ভূখা মিছিল বের করে।

পরে সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন নন-এমপিও সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ নাজমুস সাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিলস্নাহ, সমন্বয়ক প্রধান শিক্ষক আবু বক্কর এরশাদুল হক, সমন্বয়ক সুপার ফরহাদ হোসেন বাবুল, সমন্বয়ক প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সমন্বয়ক অধ্যক্ষ মিজানুর রহমান, সমন্বয়ক অধ্যক্ষ আবতাবুর আলম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে