শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

শৈলকুপায় মধ্যরাতে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
  ১০ মার্চ ২০২৫, ০০:০০
শৈলকুপায় মধ্যরাতে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

ঝিনাইদহের শৈলকুপায় জমি দখল নিয়ে সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ২৫ জন। উপজেলার মির্জাপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের নিমতলা এলাকায় রাত ১ টার দিকে এই ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বালা পাড়া গ্রামের কুমার নদের খাস জমি দীর্ঘদিন ধরে সরকারের নিকট বন্ধবস্ত নিয়ে চাষ করে আসছে একই গ্রামের সেলিম হোসেন। তবে ৬ আগস্ট একই গ্রামের আমিরুল জমির একটা অংশ নিজের দাবি করে দখল করে নেয়। এরপর থেকে গ্রামে সেলিম ও আমিরুলের সমর্থকদের আগেও কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত শুক্রবার আমিরুলের সমর্থকরা সেলিম হোসেনের সমর্থক চাঁদ ও মোজামকে মারধর করে। এই ঘটনা নিয়ে গত শনিবার রাতে সেলিমের সমর্থকরা মিটিং শেষ করে বাড়ি ফেরার পথে রাত ১ টার দিকে আমিরুলে সমর্থকরা সেলিমের সমর্থকদের উপর হামলা চালায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে