সারাদেশে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এ প্রবিাদ কর্মসূচি পালন করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
স্টাফ রিপোর্টার, যশোর জানান, সারাদেশে নারী ও শিশুদের উপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর জেলা মহিলা দল। সোমবার প্রেস ক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ নারী নির্যাতন দেশে নতুন কোন ঘটনা নয়। বিগত সময়ে এটি প্রকট আকার ধারণ ও ব্যাপকতা লাভ করে। এমনকি ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিকার চেয়েও কোন প্রতিকার পায়নি। সেই সঙ্গে আদালতের দীর্ঘসূত্রতার কারণে ভুক্তভোগীরা বিচার না পেয়ে বিচারের আশাও ছেড়ে দিয়েছেন।
জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফিরোজা মোস্তফা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার, যুগ্ম-সম্পাদক রাফাত আরা ডলি, উপদেষ্টা সালেহা বেগম, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভিন শেলী, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা প্রমুখ। মাবনবন্ধন পরিচালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না।
স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, ছাত্রদল নীলফামারী সরকারী কলেজ শাখা সোমবার দুপুরে কলেজ চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধব কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, কলেজ শাখার যুগ্ম আহবায়ক রইসুল ইসলাম রানা, সদস্য সচিব পায়েলুজ্জামান রকসি, শিক্ষার্থী মির্জা হুমায়রা। সঞ্চালনার দায়িত্বে ছিলেন কলেজ শাখার যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ সৈকত। এসময় বক্তারা মাগুরায় শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের বিচারের দাবীসহ নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তাকারীদের বিচারের দাবি জানান।
স্টাফ রিপোর্টার, মাদারীপুর জানান, মাদারীপুরের লেকপাড় শহীদ কানন চত্বরে সোমবার বিকেলে প্রতিবাদ সমাবেশ করেছে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। প্রতিবাদ সমাবেশে অংশ নেয় উদীচী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, জেলা আইনজীবী সমিতি, উদ্ভাস, গণ শিল্পী সংস্থা, মাত্রা, সপ্তক, জেলা সুফি সাদক ও বিচার গানের শিল্পী সংগঠনের সদস্যরা। সভায় বক্তব্য রাখেন জেলা উদীচী সংসদের সভাপতি ডা. রেজাউল আমিন খোকন, মাত্রা সভাপতি শাহাহদাত হোতেন লিটন, ডা. রুনিয়া বেগম আলো, এ্যাডভোকেট সজল, আলাউদ্দিন এলিন প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তরা বলেন, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। একই সঙ্গে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃতু্যদন্ড কার্যকর করার দাবি জানান।
স্টাফ রিপোর্টার, পিরোজপুর জানান, ধর্ষকের সর্বোচ্চ বিচার দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী পূজা সরকার বলেন, 'আমরা এখানে কাউকে শুভেচ্ছা বা স্বাগতম দিতে আসিনি, মানুষের শরীরের কোনো একটা অঙ্গপ্রত্যঙ্গ কাটলে যেমন ছটফট করে ঠিক সেই ছটফটানি নিয়ে আমরা এখানে এসেছি। শুধু শিশু আছিয়া নয়, তনু হত্যা, নুসরাতকে পুড়িয়ে মারা এসব পরপর ঘটে আসা ধর্ষণ-নির্যাতনে আমরা প্রতিবাদও করতে পারিনি। ধর্ষকদের হাত গুঁড়িয়ে দেওয়া হোক। আমাদের দাবিতে কেউ হস্তক্ষেপ করতে আসলে তাদের হাত গুড়িয়ে দিতে আমরা দুবার ভাববো না। এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রত্যেক ধর্ষিত বোনের পাশে আমরা আছি। তাদের ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহে সরকারি কেশবচন্দ্র কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সোমেন, সহ-সভাপতি ইমরান হোসেন, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম-সম্পাদক শাহরিয়ার রাসেল, কেসি কলেজ ছাত্রদলের আহবায়ক শিমুল আল মাসুম ও সদস্য সচিব মেহেদী হাসান ও ঝিনাইদহ কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাকিব হোসাইন বক্তব্য রাখেন।
ববি প্রতিনিধি জানান, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষক-শিক্ষার্থীরা। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন। তিনি বলেন, সারা দেশে ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের মতো ঘটনা ঘটছে, যেগুলো বন্ধ হওয়া উচিত। ধর্ষক ও নিপীড়কদের উপযুক্ত বিচার করতে হবে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উপমা দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর কায়ছার, খাদিজা আক্তার মুক্তি, লোকপ্রশাসন বিভাগের ইসরান জাহান লিজা, পদার্থবিজ্ঞান বিভাগের রহিমা নাসরিন ও লোকপ্রশাস বিভাগের মেহেদী হাসান সোহাগ প্রমুখ।
কুবি প্রতিনিধি জানান, আট বছরের শিশু আছিয়াসহ সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের বিচারের দাবিতে কুমিলস্না বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিলের উদ্যোগ নেয় ধর্ষণবিরুধী মঞ্চ, কুবি। হলের আবাসিক শিক্ষার্থী রিছাতুজ্জামান রিছা বলেন, 'বর্তমানে যা হচ্ছে তা খুবই দুঃখজনক। বাচ্চা থেকে শুরু করে কোনো মেয়েই ধর্ষকের হিংস্র থাবা থেকে রক্ষা পাচ্ছে না। আমি উদ্বেগ প্রকাশ করছি এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।'
হলের আরেক আবাসিক শিক্ষার্থী রাজিয়া সুলতানা বলেন, 'ধর্ষণ বর্তমানে অহরহ হচ্ছে। কিন্তু এর দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না বিধায় ধর্ষকরা সাহস পাচ্ছে। যেন খুব দ্রুত সময়ের মধ্যে এর বিচার হয়, আমরা ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি চাই।'
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা করিতলা মোড়ে বেলকুচি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের পক্ষ থেকে মানববন্ধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহম্মেদ বিজয়, পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রানা, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি মুন্জুর কাদের মুকুল, অনিক ভূইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম মন্ডল, মোমিন রেজা, আলা উদ্দিন প্রমুখ।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বোচাগঞ্জে সম্মিলিত কোচিং পরিবারের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সমাবেশে ছাত্রজনতার পক্ষে বক্তব্য রাখেন জেমি আক্তার, রিফাতুজ্জামান রিফাত, ঈশান আল মাহমুদ, মাহদী আল মুবিন, সেলিম পারভেজ, বিজয় দেবশর্মা, মিরাজুল ইসলাম, হাসিবুল ইসলাম, জাহিদুল ইসলাম, মাহবুব হোসেন প্রমুখ।
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার ডুমুরিয়ায় মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক শেখ শাকিল আহমেদ। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম। বক্তব্যদেন কলেজ শিক্ষক শেখ হাফিজুর রহমান, উপজেলা ছাত্রনেতা জিএম মনিরুজ্জামান সোহাগ, ইমরান খান, আশা খানম, লাবিবা খাতুন, আব্দুলস্নাহ, ঝুমুর খাতুন, জুঁই খাতুন, সুমাইয়া খাতুন, সামি, রিয়াদ, ওমর ফারুক, সালমান, মুরাদ, জিহাদ, স্বাধীন, সাকিব হাসান, রিয়াদ, আব্দুলস্নাহ শেখ, রুবেল প্রমুখ।
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ ছাড়াও একই দাবিতে জেএম কামিল মাদ্রাসা ও রৌহা কারিগরি স্কুল এন্ড কলেজেসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের গফরগাঁও সরকারি কলেজের শাখা ছাত্রদলের সদস্য সচিব আমির হামজা, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম হৃদয়, কলেজ শাখা ছাত্রদল নেতা ফাহিম, মাহিদ, সাউন মড়ল ও জেএম কামিল মাদ্রসা ছাত্রদল নেতা অপু মিয়া, আজাহারুল ইসলাম প্রমুখ।
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি জানান, কচুয়ায় আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম,উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক শেখ জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা শেখ সুজন, সাবেক বাগেরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক উজ্জ্বল কুমার দাস, সহ সাধারণ সম্পাদক আউয়াল শিকদার, উপজেলা ছাত্র দলের সাবেক ১নং সদস্য ইমরান হোসেন, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের সাবেক আহবায়ক ইমরান শেখ, কচুয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক হিমেল খান, লিয়ন শিকদার, গজালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল মলিস্নক, ছাত্রদল নেতা তামিম শেখ প্রমুখ।
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির মানিকছড়িতে ছাত্রদলের আহ্বায়ক রাকিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ সিকদার, মোকতার হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য আবদুল আলী, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিলস্নাল হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেন ও আবদুর রহিম প্রমুখ।
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার পাইকগাছা জিরো পয়েন্ট চত্বরে সমন্বয়ক আব্দুল কাদের নয়নের সভাপতিত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল কাদের নয়ন, সুমন আহমেদ, আসেফ আনজুম লাবিব, আলভি আল- মুহিত, সাইফুল ইসলাম, রাকিবুল হাসান, আব্দুলস্নাহ্ মামুন, গাজী তানভীর আহমেদ, তামান্না প্রমুখ।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের পার্বতীপুরে বিক্ষোভ মিছিল গত রোববার সন্ধ্যায় বিক্ষোভ মিছিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তারিকুল ইসলাম। এ সময় বক্তব্য দিতে গিয়ে বক্তরা বলেন, শান্তিপূর্ণ এ দেশে ধর্ষণের মতো ঘটনা দিন দিন বেড়েই চলেছে। ধর্ষককে গ্রেফতার করে জনসম্মুখে ফাঁসী কার্যকর করা হলে এই কলঙ্ক থেকে দেশ মুক্তি পাবে। প্রধান বক্তা ছিলেন তারিকুল ইসলাম।
তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাসে গৌরীপুর-হোমনা সড়কের বাতাকান্দি বাজারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিতাস উপজেলার আহ্বায়ক আসরাফ অভিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ, সদস্য সচিব আবু সাঈদ সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফরহাদ ভূঁইয়া পিয়াস, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী রহমান বৃষ্টি, সহ-মুখপাত্র শরিফুল ইসলাম, কুমিলস্না জেলা কমিটির সদস্য রবিন আহমেদ, হামিদুর রহমান, আবু বক্কর প্রমুখ।