নাটোর সদর উপজেলার ভেদরার বিলে গমের ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ। সোমবার সকালে শহরের নবীনগর ভেদরার বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে করা হয়। জানা যায়, সকালে স্থানীয়রা জমিতে যাওয়ার সময় ভুট্টার জমিতে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। তবে কি কারণ তাকে হত্যা করা হয়েছে, তা প্রাথমিক ভাবে জানা সম্ভব হয়নি। পুলিশ নিহত যুবকের পরিচয় সনাক্তে কাজ করছে।
নাটোর সদর থানার ভরাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছি। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।