ফরিদপুরের বোয়ালমারীতে বাল্যবিবাহ দেয়ার অপরাধে বর ও কনের বাবাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, সোমবার উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের কাসেদ শেখের অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে মাগুরার মহাম্মদপুর উপজেলার চরঝামা গ্রামের মো. নূরু মোলস্নার ছেলে আলাউদ্দিন মোলস্নার (২৫) বিয়ের দিন ঠিক করা হয়েছিল।
খবর পেয়ে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন সোমবার সন্ধ্যায় মেয়ের বাড়িতে অভিযান চালিয়ে বাল্যবিবাহের অপরাধে বর ও কনের এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd