শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

রামগঞ্জে ইটভাটার ট্রলিতে ভেঙে গেছে চার সড়ক

  ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০
রামগঞ্জে ইটভাটার ট্রলিতে ভেঙে গেছে চার সড়ক

রামগঞ্জ (লক্ষ্ণীপুর) সংবাদদাতা

লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলার দেহলা জাহাঙ্গীর ব্রিকস ফিল্ডের অবৈধ ট্রলি ও ড্রাম ট্রলির চলাচলে ৪টি পাকা সড়ক ভেঙে পড়ছে। কয়েক মাস আগে সংস্কার হওয়া সড়কগুলোতে বিশালাকার গর্তের সৃষ্টি হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থান ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, কুমিলস্না ও চাঁদপুর থেকে কয়েকটি মৌসুমী ট্রলি এবং দাদনে নেওয়া ইট ব্যবসায়ীরা প্রতিদিন ২০-২৫টি ট্রলি ও ড্রাম ট্রলি দিয়ে বিভিন্ন ফসলি মাঠ থেকে মাটি ও বিভিন্ন স্থানে পাকা ভবন নির্মাণে ইট আনা-নেওয়া করায় আলীপুর-সমেষপুর, আথাকরা-সমেষপুর, দেহলা-দেবনগর, দেহলা-নাগমুদ ও আথাকরা-লক্ষ্ণীধরপাড়াসহ বিভিন্ন সড়ক ভেঙে সৃষ্টি হয়েছে বিশালাকার গর্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে