বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

মোহাম্মদ নাসিম আইসিইউতে

যাযাদি রিপোর্ট
  ০৩ জুন ২০২০, ০০:০০
মোহাম্মদ নাসিম আইসিইউতে
মোহাম্মদ নাসিম

করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ডাক্তাররা।

হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ভালো আছেন। সোমবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলেও মঙ্গলবার সকাল থেকে তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন। স্বাভাবিক খাবার খাচ্ছেন। এ মুহূর্তেই তাকে কেবিনে স্থানান্তর করা গেলেও আপাতত আইসিউতে রেখে হাইফ্লোতে অক্সিজেন দেওয়া হচ্ছে।

এর আগে ঠান্ডা জ্বর নিয়ে সোমবার দুপুরে রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি ভর্তি হন। পরে করোনাভাইরাস পরীক্ষার জন্য তার শরীরের নমুনা সংগ্রহ করা হয়। রাত ৮টার দিকে জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় জানান, তার পিতার শারীরিক অবস্থা ভালো নয়, নানা সমস্যা রয়েছে। নিউমোনিয়ার সমস্যা বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়। তবে এখন অবস্থা স্থিতিশীল।

তিনি আরও জানান, তার শ্বাসকষ্ট নেই। এর চার দিন আগে করোনাভাইরাস পরীক্ষা করালে ফল নেগেটিভ আসে। হাসপাতালে ভর্তি হওয়ার কারণে ফের পরীক্ষা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে