বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

শ্রমিকরা সমাজ গড়ার কারিগর : শাজাহান খান

যাযাদি রিপোর্ট
  ২৩ জানুয়ারি ২০২১, ০০:০০
শুক্রবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে কারিগরি শ্রমিকদের কনভেনশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান -যাযাদি

সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, 'মানুষ গড়ার কারিগর শিক্ষক। কেননা শিক্ষকরা আমাদের পড়ানোর মাধ্যমে সচেতন করে তোলেন। আর আপনারা যারা শ্রমিক, তারা হলেন সমাজ গড়ার কারিগর। কারণ আপনারাই সমাজ বিনির্মাণে সবচেয়ে বেশি কাজ করেন। আপনাদের ছাড়া সমাজের উন্নয়ন কখনই সম্ভব নয়।'

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের মিলনায়তনে আয়োজিত কারিগরি শ্রমিকদের প্রথম কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেডারেশন গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে শাজাহান খান বলেন, 'আপনারা ঐক্যবদ্ধ হওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছেন তা কিন্তু সহজে সফল হবে না। এই পথ দুর্গম, এজন্য সব শ্রেণির শ্রমিককে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করতে হবে। আর ঐক্যবদ্ধ শক্তি সৃষ্টি করা সম্ভব হলেই শ্রমিকদের অধিকার আদায় হবে। আপনারা মহৎ উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছেন। সারাদেশের কারিগরি শ্রমিকদের উন্নয়নে এই উদ্যোগ সফল হবে বলে আমি আশা করছি।'

ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান বলেন, 'ঐক্যবদ্ধ সংগ্রামে কারিগরের মজুরি ও মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। সারাদেশে কারিগরি শ্রমিকদের হাজারো সংগঠন রয়েছে। আমরা জাতীয় কারিগরি শ্রমিক ফেডারেশন সব সংগঠনের শক্তিকে ঐক্যবদ্ধ শক্তিতে রূপান্তরিত করতে চাই।'

শ্রমিক নেতা বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আবুল হোসাইন, মাহফুজুর রহমান, জাকির হোসেন, আব্দুল হাদি ও এম এ রবসহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে