রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

দেওয়ানগঞ্জ পৌরভোট স্থগিত করল ইসি

যাযাদি রিপোর্ট
  ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০
দেওয়ানগঞ্জ পৌরভোট স্থগিত করল ইসি

আইনি জটিলতার কারণে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন স্থগিত ঘোষণা করল নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ২৮ ফেব্রম্নয়ারি এ পৌরসভার ভোট হচ্ছে না। ইসির উপসচিব মো. আতিয়ার রহমান শুক্রবার বিকালে রিটার্নিং কর্মকর্তা (সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা) এ কে এম আব্দুলস্নাহ বিন রশিদকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন বলে জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২৮ ফেব্রম্নয়ারি অনুষ্ঠেয় দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন-পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন। এজন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার নির্দেশনা দিয়েছে ইসি।

আতিয়ার রহমান বলেন, একজন প্রার্থীকে অন্তর্ভুক্ত করার জন্য আদালত প্রথমে নির্দেশনা দিয়েছিলেন। আমরা সে প্রার্থীকে অন্তর্ভুক্ত করে কার্যক্রম গ্রহণ করেছিলাম। এখন আদালত আবার সে আদেশ স্থগিত রেখেছেন। ফলে ওই প্রার্থীকে বাদ দিয়ে কার্যক্রম অব্যাহত রাখার পর্যাপ্ত সময় আমাদের হাতে নেই। তাই নির্বাচন স্থগিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে