বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

লকডাউনের সড়কে দুপুরের মধ্যেই ঝরে গেল ১১ প্রাণ

যাযাদি ডেস্ক
  ৩০ জুলাই ২০২১, ০০:০০
লকডাউনের সড়কে দুপুরের মধ্যেই ঝরে গেল ১১ প্রাণ

দেশে করোনা সংক্রমণ রোধে চলছে কঠোর লকডাউন। এ সময় জরুরি সেবা ও বিশেষ কিছু পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের গণপরিবহণ চলাচল বন্ধ থাকার কথা। কিন্তু এমন পরিস্থিতিতেও বৃহস্পতিবার ভোর থেকে দুপুরের মধ্যেই ৭ জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১১টি তাজা প্রাণ। এর মধ্যে কুমিলস্নায় কাভার্ডভ্যানের চাপায় ৩ জন, নাটোরে ও গাজীপুরে পৃথক পৃথক দুর্ঘটনায় ২ জন করে এবং চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, মাগুরা ও পাবনায় একজন করে নিহত হয়েছেন। আমাদের স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর:

কুমিলস্না : কুমিলস্নায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজারসংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে আরও দুইজন।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে হাড়িখোলা মাজার এলাকায় কয়েকজন শ্রমিক ট্রাক্টরে বালু উঠাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাক্টরে ধাক্কা দিয়ে উল্টে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে