আগামী জাতীয় সংসদ নির্বাচনে আরেকটি প্রহসনের খেলা হবে বলে মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুলস্নাহ চৌধুরী বলেছেন, 'নির্বাচন কমিশন আইনের ব্যাপারে আইনমন্ত্রী এতদিন বললেন, এটা সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু প্রধানমন্ত্রী খেলা দেখালেন, বাঁদর নাচ দেখিয়ে দিলেন। আগে বলছেন এটা করা যাবে না। এখন খসড়া পাস করিয়ে দিলেন। ভোট ডাকাতরাই তো খসড়া আইন পাস করালেন। অথচ এই আলোচনা ও দাবি জনগণের। কিন্তু সরকার সেটা জনগণের সামনে প্রকাশ করেনি।'
বুধবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'মাদকের ভয়াবহতা রোধে করণীয়' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে অ্যান্টি ড্রাগ সোসাইটি।
ড. জাফরুলস্নাহ বলেন, 'সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে বলে মাদক ও তামাকজাত পণ্যের ওপর কোনো নিষেধাজ্ঞা দেয় না। দেশে মাদকের বিস্তারের জন্য সরকার দায়ী। কোনো সরকারি কর্মকর্তাকে কেউ প্রশ্ন করেছেন, আপনি কেন সরকারি চেয়ারে বসে তামাকজাত পণ্য খাচ্ছেন। যারা দায়িত্বে আছেন, তারাই তো এটার প্রসার ঘটাচ্ছেন। সরকারের উচিত হবে পুলিশ ও সব বাহিনী এবং সরকারি চাকরিতে প্রবেশের আগে প্রার্থীর কোনো প্রকার মাদক ও তামাকের সঙ্গে সম্পর্ক আছে কি না, তা যাচাই করা। কিন্তু এটা তো করা হয় না।'
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. আফজাল হোসেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মহাসচিব আবু ইউসুফ বাদল, জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল হক, বাংলাভিশনের বার্তা সম্পাদক বদরুল আলম নাবিল, বিবেকের চেয়ারম্যান ইউসুফ মোলস্না টিপু প্রমুখ।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd