রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) চলমান মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। স্বাস্থ্যবিধি অনুসরণ করে চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জনসমাগম নিয়ন্ত্রণসহ মন্ত্রিপরিষদের জারি করা পাঁচ দফা নির্দেশনার ভিত্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।
শুক্রবার দুপুরে রপ্তানি উন্নয়ন বু্যরোর (ইপিবি) সচিব ও মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, 'মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত বিধিনিষেধে বাণিজ্যমেলা বন্ধের বিষয়ে তো কিছু বলা নেই। আমরা বৃহস্পতিবার থেকে মেলা প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত শুরু করেছি। মাস্ক খোলা পেলেই জরিমানা করছি।'
ইপিবির সচিব বলেন, 'বিধিনিষেধে এ বিষয়ে যেভাবে আছে আমরা সেভাবে অনুসরণ করব। সরকারি নির্দেশনা আমরা মেনে চলব।'
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd