বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পদ্মায় জেলের জালে সাড়ে ১৭ কেজি ওজনের সিলভার কার্প

ম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  ০৭ জুলাই ২০২২, ০০:০০

গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে সাড়ে ১৭ কেজি ওজনের বিশাল একটি সিলভার কার্প মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ১৪ হাজার টাকা। বুধবার সকালে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে জেলে আনিস হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ৬ নম্বর ফেরিঘাটে দুলাল মন্ডলের মৎস্য আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় মৎস্য আড়তদার চাঁন্দু মোলস্না ৭শ' টাকা কেজি দরে মোট ১২ হাজার ২৫০ টাকা দিয়ে কিনে নেন। এ সময় মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে মাছটি ৮শ' টাকা কেজি দরে ১৪ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, 'সিলভার কার্প মাছ সাধারণ পুকুরে বেশি চাষ হয়ে থাকে। এবার বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় পুকুর ভেসে যাওয়াতে এই মাছগুলো নদীতে চলে এসেছে। সে কারণে জেলেদের জালে ধরা পড়ছে। তবে এত বড় সিলভার কার্প মাছ আগে পদ্মায় কখনো ধরা পড়তে দেখিনি। এ ধরনের বড় মাছ খেতে খুব সুস্বাদু হয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে