সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ব্রিজঘাট বাজার

ইজারা না দিতে ফের চিঠি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের

চট্টগ্রাম প্রতিনিধি
  ১৭ মার্চ ২০২৩, ০০:০০

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ব্রিজঘাট বাজারটি ইজারা না দিতে আবারও চিঠি দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (ভারপ্রাপ্ত) অমল গুহ স্বাক্ষরিত ওই চিঠিতে কর্ণফুলী উপজেলা প্রশাসনকে বাজার ইজারার সব কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

বুধবার সিডিএ'র দেওয়া ওই চিঠি কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পেয়েছেন বলে নিশ্চিত করেন ইউএনও অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা কানিজ ফাতেমা পপি।

তিনি জানান, 'আজ (বৃহস্পতিবার) সকালে চিঠিটা পেয়েছি। ইউএনও স্যারের সামনে এখনও পুটআপ দেওয়া হয়নি। যথাসময়ে বিষয়টি উপস্থাপন করা হবে।' সিডিএ একই চিঠির অনুলিপি প্রেরণ করেছেন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান এবং চউক-এর চেয়ারম্যান পিএ-২।

চিঠিতে চউক জানিয়েছে, 'ওই জমিতে বিচ্ছিন্নভাবে হাটবাজার স্থাপন হলেও তা অননুমোদিত ও অবৈধ। ইতিপূর্বে সেখানে একাধিকবার উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। সেখানে স্থায়ী হাটবাজার স্থাপনের সুযোগ নেই। এল.এ মামলা মূলে অধিগ্রহণকৃত জমি চউক-এর মালিকানাধীন এবং সেই জমির মালিকানাস্বত্ব উপজেলা প্রশাসনের নয়। জমিটি ইজারা প্রদান বা অন্য কোনো কার্যক্রম গ্রহণের অবকাশ নেই। ইতিপূর্বেও জমিটি ইজারা প্রদানের কার্যক্রম গ্রহণ করা হলেও চউক-এর আপত্তির পরিপ্রেক্ষিতে উক্ত জমি ইজারা তালিকা থেকে বাদ দেওয়া হয়।'

জানতে চাইলে কর্ণফুলী ইউএনও মো. মামুনুর রশীদ বলেন, 'আমার টেবিলে এখনও সিডিএ'র চিঠি আসেনি। আসলে সিডিএ'র পত্রটি পড়ে অবশ্যই বিধিসম্মত ব্যবস্থা নেব।'

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)-এর ভারপ্রাপ্ত সচিব অমল গুহ বলেন, 'বাজারের জায়গাটি চউক-এর মালিকানাধীন, উপজেলা প্রশাসনের নয়। বিচ্ছিন্নভাবে ওই জায়গায় বাজার বসলেও স্থায়ী হাটবাজার স্থাপনের সুযোগ নেই। যদি উপজেলা প্রশাসন তা করতে চান, সিডিএ আইনি ব্যবস্থা নেবে।'

এদিকে, চরপাথরঘাটার স্থানীয়রা জানিয়েছেন, বাজারটির ইজারা বন্ধ না হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা অনশন বা আন্দোলনে নামবেন। দোকান বা বেচাকেনা বন্ধ রাখবেন। মানববন্ধন করবেন। প্রয়োজনে মন্ত্রীর কাছে যাবেন বলে তারা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে