রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২০ মার্চ ২০২৩, ০০:০০

মেয়র তাপসকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর মামলার প্রতিবেদন ২ মে

ম যাযাদি ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ মে দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে প্রতিবেদন দাখিল করতে পারেননি তদন্তকারী কর্মকর্তা। এ জন্য তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই দিন ধার্য করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর।

আদালতের শাহবাগ থানার সাধারণ

নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন

বিষয়টি জানিয়েছেন।

যুগ্ম জেলা জজ পদে

পদোন্নতি পেলেন

৭২ বিচারক

ম যাযাদি ডেস্ক

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসের ৭২ জন বিচারককে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার রাষ্ট্রপতির আদেশ অনুসারে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসের ৭২ জন সিনিয়র সহকারী জজ পদ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে নিয়োগ/বদলি করা হয়েছে।

এর মধ্যে ৩ বিচারককে সুপ্রিম কোর্টের নির্ধারিত তারিখে এবং বাকিদের ২২ মার্চের মধ্যে বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পদোন্নতিপ্রাপ্ত বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে যারা প্রশিক্ষণ বা ছুটিতে আছে তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে দুই জনের মৃতু্য

ম গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে পৃথক ঘটনায় ট্রেনের নিচে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধীসহ দুই জনের মৃতু্য হয়েছে।

শনিবার দিনগত রাতে ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃতু্য হয়েছে বলে নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. শহীদুল ইসলাম হিরু।

নিহতরা হলেন- গাজীপুর মহানগরের গাছা

থানার বাদে কলমেশ্বর এলাকার আবু

সাঈদের ছেলে মানসিক প্রতিবন্ধী নাজমুল

হাসান (২৪) ও আনুমানিক ৩৫ বছর বয়সি অজ্ঞাতনামা এক ব্যক্তি।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. শহীদুল ইসলাম হিরু জানান, শনিবার গভীররাতে ঢাকা-জয়দেবপুর রেল সড়কের পাশে ধীরাশ্রম রেল স্টেশনের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান মানসিক প্রতিবন্ধী নাজমুল হাসান। তবে

কোন ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃতু্য হয়েছে তা তিনি জানাতে পারেননি।

এদিকে, একই রাতে জেলার কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায়

ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতু্য হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে