শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল

ভুটানকে উড়িয়ে দুরন্ত শুরু স্বাগতিকদের

ক্রীড়া প্রতিবেদক
  ২১ মার্চ ২০২৩, ০০:০০

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শুরুটা দারুণ হয়েছে স্বাগতিক বাংলাদেশের। সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মো. মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে তারা ভুটানকে হারায় ৮-১ গোলের বিশাল ব্যবধানে। একই ভেনু্যতে দিনের প্রথম ম্যাচে নেপালকে ৪-১ গোলে হারায় ভারত।

প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের সামনে বেশ দুর্বল ভুটান। নিজেদের ঘরের মাঠ আর সাম্প্রতিক পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছিল প্রীতি-তৃষ্ণাদের। ম্যাচ শুরুর ১৬ মিনিটের মাথাতেই প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। ডান প্রান্ত থেকে প্রথমে শট নিয়েছিলেন বাংলাদেশের একজন ফুটবলার। কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি। বল ক্লিয়ার করতে মরিয়া ভুটানের দুই ডিফেন্ডার বলের পেছনে ছুটেও নাগাল পাননি। গোলরক্ষকও বের হয়ে এসেছিলেন পোস্ট ছেড়ে। ফাঁকা পোস্ট পেয়ে বাঁ প্রান্ত থেকে বল জালে জড়িয়ে দেন সুযোগ সন্ধানী ফুটবলার তৃষ্ণা (১-০)। ২৮ মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করে নিজের গোলের জোড়া পূর্ণ করেন তৃষ্ণা (২-০)। দুই গোল আদায়ের পর হ্যাটট্রিকের করার সুযোগ খুঁজতে থাকেন এই ফুটবলার। তবে প্রথমার্ধের পরের দুই গোল করেছেন বাংলাদেশের অন্য দুই ফুটবলার। ৩৬ মিনিটে ডান প্রান্ত থেকে ফ্রি কিকে বক্সে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে ভুটানের জাল কাঁপান সুলতানা (৩-০)। ৪২ মিনিটে বাঁ প্রান্ত থেকে বক্সে ঢুকে ডান পায়ের শটে গোল আদায় করে নেন প্রীতি (৪-০)। প্রথমার্ধ এগিয়ে থেকেই বিশ্রামে যায় স্বাগতিকরা। ৬০ মিনিটে আগুয়ান গোলরক্ষককে ডচ দিয়ে এগিয়ে গিয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান থুইনু মার্মা (৫-০)। ৬২ মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে মুন্নির শটে ষষ্ঠ গোল হয় বাংলাদেশের (৬-০)। ৬৪ মিনিটে ম্যাচের ধারার বিপরীতে একটি গোল আদায় করে নেয় ভুটান। বক্সে বাংলাদেশের দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ে বাংলাদেশের জালে বল জড়িয়ে দেন প্রিয়া (৬-১)। ৭৭ মিনিটে বারে লেগে ফেরত আসা বলে হেড করে গোল আদায় করেন থুইনু (৭-১)। ৮৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে বাংলাদেশের এক ফুটবলারের শট হাত থেকে ছুটে যায় ভুটানের গোলরক্ষকের। বক্সের মধ্যে পাশে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের ফুটবলার সাগরিকা বল পাঠিয়ে দেন জালে (৮-১)। শেষ পর্যন্ত এই গোলেই উৎসব থামে বাংলাদেশের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে