সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুতে দু'জনের মৃতু্য হাসপাতালে ১৮০ জন

যাযাদি ডেস্ক
  ১৩ জুন ২০২৩, ০০:০০
হাসপাতালগুলোতে ক্রমেই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর ভিড়। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ছবিটি সোমবার রাজধানীর মুগদা হাসপাতাল থেকে তোলা -ফোকাস বাংলা

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৮০ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময় দুইজনের মৃতু্য হয়েছে। এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৬ জনের মৃতু্য হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, যারা নতুন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ১৫০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৩০ জন ভর্তি হয়েছে।

বর্তমানে সারা দেশে সর্বমোট ৬৫০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫২৮ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ১২২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট তিন হাজার ৩৯০ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৫৬২ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৮২৮ জন। একই সময় সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগী দুই হাজার ৭১৪ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে