আরপিও সংশোধন নিয়ে রোববার কথা বলবেন সিইসি
ম যাযাদি ডেস্ক
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বিল নিয়ে আগামী রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী রোববার (৯ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বিষয়ে প্রেস ব্রিফিং করবেন। ব্রিফিং অনুষ্ঠানটি নির্বাচন
ভবনে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরের
সামনে অনুষ্ঠিত হবে।
এর আগে, গত বুধবার আইন আকারে জারি হওয়ার আগে জাতীয় সংসদে পাস হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী
বিল নিয়ে আগাম কোনো মন্তব্য করতে রাজি হননি কাজী হাবিবুল আউয়াল।
পুলিশ হত্যা
আরাভ খানের বিরুদ্ধে
আরও একজনের সাক্ষ্য
ম যাযাদি ডেস্ক
পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলায় আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মনিন্দ্র মোহন সরকার।
বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল বিন আতিকের আদালতে তিনি সাক্ষ্য দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।
রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৯ এপ্রিল আদালতে মামুনের বোন রওশন আক্তার, দুলাভাই মোশারফ হোসেন খান, বাসার কেয়ারটেকার মিরাজুল ইসলাম ও সিকিউরিটি গার্ড মানিক সাক্ষ্য দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। মামলাটিতে ৩৮ জন সাক্ষীর মধ্যে এগারো জনের সাক্ষ্য শেষ হয়েছে।
এ মামলার অন্য আসামিরা হলেন- সুরাইয়া আক্তার কেয়া, রহমত উলস্নাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। এদের মধ্যে আরাভ ও কেয়া পলাতক রয়েছে।
অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬
ম যাযাদি ডেস্ক
রাজধানীর শাহবাগ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ছয়জন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
বুধবার রাতে শাহবাগ থানার হজরত গোলাপ শাহ মাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।
গ্রেপ্তাররা হলেন- সজিব মোলস্না, অন্তর দাস ওরফে শান্ত, মো. নাসির উদ্দিন, মো. আলাউদ্দিন ঢালী, মো. বাবু ও মো. পারভেজ মিয়া। তাদের কাছ থেকে দুটি চাকু জব্দ করা হয়।
বৃহস্পতিবার এসব তথ্য জানান অভিযানের নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা গেছে, গ্রেপ্তাররা পুরান ঢাকার বাবু বাজার, নয়াবাজার, কোতোয়ালি, সূত্রাপুর ও গুলিস্তান এলাকায় ডাকাতি করত। তারা ঘটনার দিন ডাকাতি করার জন্য সমবেত হয়েছিল বলে স্বীকার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।