রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

রাজধানীতে ছেলের সঙ্গে অভিমানে মায়ের আত্মহত্যা

ছেলের সঙ্গে অভিমান করে রাজধানীর ওয়ারী থানার টিকাটুলি এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মা লাভলী ইয়াসমিন (৪৫)। রোববার ভোররাতের দিকে এ ঘটনা ঘটে। নিহতের বাসা ওয়ারী থানার টিকাটুলি

হাটখোলা রোড এলাকায়।

নিহত লাভলী ইয়াসমিনের স্বামী সবুর খান বলেন, রাতে বড় ছেলের সঙ্গে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে ভোররাতে উঠে দেখি গলায় ফাঁস দিয়ে স্ত্রী ঝুলে আছে। দ্রম্নত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক

মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ

মর্গে রাখা হয়েছে। বিষয়টি ওয়ারী থানা

পুলিশ তদন্ত করছে।

যাত্রাবাড়ীতে ট্রাকের

ধাক্কায় বৃদ্ধ নিহত

ম যাযাদি ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ইশতিয়াক হোসেন খান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইশতিয়াক হোসেনকে উদ্ধার করে নিয়ে আসা পথচারী কাজল মিয়া জানান, 'আমরা ফুটপাতের একটি দোকানে বসেছিলাম। হঠাৎ একটি দ্রম্নতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'

এ ঘটনায় রাত পৌনে ১০টার দিকে নিহতের স্ত্রী শিউলী ও ছোট ভাই আবিদ হোসেন খান ঢাকা মেডিকেলে এসে তার মরদেহ শনাক্ত করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ডিএমপির গোয়েন্দা

মতিঝিল ও সাইবার

বিভাগে নতুন ডিসি

ম যাযাদি ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। শনিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে উপ-পুলিশ কমিশনার এ.বি.এম মাসুদ হোসেনকে উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণ) হিসেবে এবং উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণ) মোহাম্মদ ইকবাল হোসাইনকে উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-মতিঝিল) হিসেবে পদায়ন করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে

৩৪ জন গ্রেপ্তার

ম যাযাদি ডেস্ক

রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৪০টি ইয়াবা, ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৪ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন, ২৭ বোতল ফেনসিডিল ও ২৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। গ্রেপ্তার ৩৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে