সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

চবিতে মিলল ১১ ফুট লম্বা অজগর

যাযাদি ডেস্ক
  ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদের পাশের বটম কলোনি থেকে ১১ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে প্রাণিবিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয়দের সহায়তায় সাপটিকে উদ্ধার করা হয়। পরে সাপটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

অজগরটিকে বিজ্ঞান অনুষদের পাশের পাহাড়ের জঙ্গলে ছেড়ে দেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টারের প্রশিক্ষণার্থী গবেষক রফিকুল ইসলাম।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, কলোনির এক বাসিন্দা মোবাইলে কল করে সাপের বিষয়টি জানান। সাপটি ঘরের কাছাকাছি ছিল। মূলত খাবারের সন্ধানে এরা বাড়িঘরের আশপাশে মাঝে মধ্যে চলে আসে। সাপটি বার্মিজ পাইথন নামে পরিচিত। প্রায় ১১ ফুট লম্বা, ওজন ১৩ কেজির মতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে