রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

পুলিশ হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তার মৃতু্য

চট্টগ্রাম অফিস
  ০৫ অক্টোবর ২০২৩, ০০:০০

চট্টগ্রামের চান্দগাঁও থানা পুলিশের হাতে হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপপরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুলস্নার মৃতু্য হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় নগরীর বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে মারা যান দুদকের সাবেক এই কর্মকর্তা।

পরিবারের সদস্যদের অভিযোগ- 'পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে।' এ ঘটনায় পুলিশ বলছে ভিন্ন কথা। চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলাম বলেন, প্রাণ হারানো ব্যক্তির সঙ্গে কোনো ধরনের অসদাচরণ করা হয়নি, উনাকে গ্রেপ্তারের পর খারাপ লাগছে বলে জানান। তখন আমার কক্ষে এনে বসিয়েছি। পরে তার ভাইদের জানিয়ে তারাসহ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসক উনাকে মৃত ঘোষণা করেছেন।'

এর আগে, ওইদিন রাত ১১টার দিকে চান্দগাঁওয়ের এক কিলোমিটার এলাকায় তাকে তার বাসা থেকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আদালতে একটা মামলার (সিআর মামলা) গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানায় পুলিশ।

নিহতের ছেলে ক্যাপ্টেন নাফিস শহিদ অভিযোগ করেছেন, 'তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কোনো ওয়ারেন্ট না দেখিয়ে রাত ১১টার দিকে হঠাৎ চান্দগাঁও থানার দুই উপপরিদর্শক (এসআই) বাসায় এসে আমার বাবাকে নিয়ে যান। সঙ্গে সঙ্গে আমার চাচারা থানায় যান। কিন্তু দেখেন বাবাকে নেওয়ার সঙ্গে সঙ্গে থানার ফটক বন্ধ করে দেওয়া হয়। আমার বাবা হৃদরোগী ছিলেন। তার সবসময় ইনহেলার ও মেডিসিনের প্রয়োজন হয়। কিন্তু এসব আমার বাবার কাছে পৌঁছাতে দেয়নি পুলিশ। পরে গুরুতর অসুস্থ অবস্থায় রাত ১২টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমার বাবা দুদকের সাবেক উপপরিচালক।'

শহীদুলস্নার পরিবারের সদস্যরা জানান, জমি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধ ছিল। কিন্তু সম্প্রতি মামলার বিষয়ে তারা কিছু জানতেন না। এ সংক্রান্ত কোনো নোটিশও পাননি শহীদুলস্না।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার পংকজ দত্ত বলেন, 'একটি সিআর মামলায় শহীদুলস্নাকে গ্রেপ্তারের ১৫ মিনিট পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রম্নতই তাকে হাসপাতালেও নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

ছৈয়দ মোহাম্মদ শহীদুলস্নাহ দুদক থেকে ২০০৭ সালের ১২ জুলাই অবসরে যাওয়ার আগে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপপরিচালকের দায়িত্বে ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে