শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বিএনপি একপর্যায়ে জামায়াতের বি-টিম হবে :ওবায়দুল কাদের

যাযাদি ডেস্ক
  ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০
বিএনপি একপর্যায়ে জামায়াতের বি-টিম হবে :ওবায়দুল কাদের

বিএনপি ভুলের রাজনীতি করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'বিএনপি এমন একটা দল যারা ভুলের রাজনীতি করছে এবং জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে যেভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে তাতে একপর্যায়ে দেখা যাবে জামায়াতই বিএনপিতে মূল নেতৃত্ব দেবে। বিএনপি হবে জামায়াতের বি-টিম।'

বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামায়াত মানবাধিকার দিবসে সারা দেশে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, 'জনসম্পৃক্ততার অভাবে আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন নাশকতা করে সেই আন্দোলনকে এগিয়ে নিতে চায়।'

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'বিএনপি নিজেরাই তালা লাগিয়েছে। সাহস থাকলে বের হয়ে আসুক।'

নির্বাচনে আওয়ামী লীগ আবারও জয়ী হলে সংসদে বিরোধী দল কারা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নে ওবায়দুল কাদের

বলেন, 'দাঁড়িয়ে যাবে বিরোধী দল। এখানে আরও অনেক দল আছে না? এখানে তৃণমূল আছে না? তৃণমূল তো বিরাট জোট। তাদেরকে আপনি বিচ্ছিন্ন করবেন কেমন করে। সুপ্রিম পার্টি আছে, আরও কত পার্টি।'

দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে কোথাও ছাড় দেওয়া হবে কি না, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাদের বলেন, '১৪ দলের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। সেটা দুই-এক দিনের মধ্যে ঠিক হবে। আর জাতীয় পার্টি এক সময় আমাদের মহাজোটে ছিল। তারা নির্বাচন করছে। সুতরাং আলোচনা হওয়ার আগে কিছু বলা সম্ভব নয়।'

জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের সঙ্গে আসন ভাগাভাগি হলে আওয়ামী লীগের প্রতিপক্ষ কারা, এমন প্রশ্নও রাখেন সাংবাদিকরা।

জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রতিদ্বন্দ্বী আমাদের প্রতিপক্ষ। যারা নির্বাচন করছে তারা সবাই পরস্পরের প্রতিদ্বন্দ্বী। আমাদের দলের সভাপতির আসনে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিযোগিতা তো হচ্ছে।'

১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে আওয়ামী লীগ সমাবেশ করছে না জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, 'যেহেতু নির্বাচন কমিশন মানবাধিকার দিবসে সমাবেশ করার অনুমতি দিতে অপারগতা প্রকাশ করেছেন, সেহেতু আমরা সমাবেশ করব না। তবে দিবসটি ঘিরে আওয়ামী লীগের ঘরোয়া কর্মসূচি থাকবে।'

স্বৈরাচার পতন দিবস উপলক্ষে তিনি বলেন, 'পৃথিবীতে বিশুদ্ধ গণতন্ত্র বিরল। এর পরও শত বাধা-বিপত্তি-প্রতিবন্ধকতার মুখেও হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, '৭৫-পরবর্তী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেই গণতন্ত্রের হাল ধরেছেন। সে কারণে কিছু ত্রম্নটি-বিচু্যতির পরও আমরা গণতন্ত্র বিকাশের পথে এগিয়ে যাচ্ছি।'

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ কেন্দ্রীয় নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে