শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

রাহমানিয়া জৈনপুরী খানকা (দরবার) শরীফ কমপেস্নক্সের মাসিক দোয়া মাহফিল

  ১০ জুন ২০২৪, ০০:০০
রাহমানিয়া জৈনপুরী খানকা (দরবার) শরীফ কমপেস্নক্সের মাসিক দোয়া মাহফিল
রাহমানিয়া জৈনপুরী খানকা (দরবার) শরীফ কমপেস্নক্সের মাসিক দোয়া মাহফিল

সম্প্রতি ৩/১৪ বস্নক জি, লালমাটিয়া, মোহাম্মদপুর ঢাকাস্থ রাহমানিয়া জৈনপুরী খানকা (দরবার) শরীফের উদ্যোগে মাসিক তাফসির, জেকের ও ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তাফসির ও দোয়া করেন সদ্য সমগ্র ভারতের অগণিত ওলি আলস্নাহর মাজার জিয়ারত শেষে প্রত্যাগত চার তরিকার মুরশিদ হযরত আলস্নামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা।

সহকারী অধ্যাপক মাওলানা তোজাম্মেলের পরিচালনায় মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান রাখেন পীর জাদা সৈয়দ মেশকাতুর রহমান জৈনপুরী। আরও ওয়াজ করেন শিশু বক্তা পীরজাদা সৈয়দ হোমাইয়াদ মাবরুক জৈনপুরী, মাওলানা হাফেজ আবদুল আউয়াল ও মাওলানা রফিকুল ইসলাম। মিলাদ পাঠে বায়তুস সালাম মসজিদের মোতাওয়ালিস্ন আলি আহমেদ, সাকিল আহমেদ, সাংবাদিক মো. আতাউলস্নাহ খান, হাফেজ হাফিজুর রহমান প্রমুখ অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে