শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজধানীতে 'নোয়াখালীর হাতিয়া উপজেলার সমম্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা' শীর্ষক মতবিনিময় কর্মশালা

  ১১ জুন ২০২৪, ০০:০০
রাজধানীতে 'নোয়াখালীর হাতিয়া উপজেলার সমম্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা' শীর্ষক মতবিনিময় কর্মশালা
রাজধানীতে 'নোয়াখালীর হাতিয়া উপজেলার সমম্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা' শীর্ষক মতবিনিময় কর্মশালা

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের যৌথ উদ্যোগে রাজধানীর গ্রিন রোডের মাল্টিপারপাস হল রুমে সোমবার 'নোয়াখালীর হাতিয়া উপজেলার সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা' শীর্ষক এক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মুহাম্মদ আমিরুল হক ভূঞা। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) প্রকৌশলী এ, কে, এম তাহমিদুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) প্রকৌশলী মো. এনায়েত উলস্নাহ, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা) প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক এ, কে, এম, সাইফুদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ সচিব বলেন, 'প্রকল্পটি বাস্তবায়িত হলে হাতিয়ায় সাইক্লোন, জলোচ্ছ্বাস, নদীভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে।'

কর্মশালায় মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে