বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

পাঁচ জেলায় সড়কে ঝরল ৮ প্রাণ

যাযাদি ডেস্ক
  ০৯ জুলাই ২০২৪, ০০:০০
পাঁচ জেলায় সড়কে ঝরল ৮ প্রাণ
পাঁচ জেলায় সড়কে ঝরল ৮ প্রাণ

দেশের পাঁচ জেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। জেলাগুলোর মধ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ জন, নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে ২ জন, লক্ষ্ণীপুরে বাসের ধাক্কায় ২ জন এবং টাঙ্গাইলের কালিহাতি এবং কুমিলস্নার চৌদ্দগ্রামে একজন করে দুইজন নিহত হয়েছেন। রোববার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, সোমবার ভোরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড় এলাকায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে ২ মোটর সাইকেল আরোহীর মৃতু্য হয়েছে। নিহতরা হলেন- নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের বাসিন্দা মো. আব্দুর রবের ছেলে আরিফুল ইসলাম (১৮) ও সুধারাম মডেল থানার মাছিমপুর এলাকার বাসিন্দা মো. ইউসুফের ছেলে মো. ইমন (১৮)।

1

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটর সাইকেল আরোহী দ্রম্নতগতিতে কক্সবাজার থেকে ফেরার পথে বিওসির মোড় এলাকায় এলে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন। অন্যজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ ইরফান জানান, ভোরে ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘাতক চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, উপজেলার টিএলবি সড়কের সাংশইল ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- উপজেলার দামকুড়া গ্রামের শরিফ উদ্দিন (৬২) এবং একই উপজেলার বনগাঁ পাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে শামীম রেজা (২৮)।

প্রত্যক্ষদর্শী সুমন বলেন, 'আমরা ১২ জন দুপুরের দিকে ভটভটি যোগে গরু কেনার জন্য উপজেলার ছাতড়া গরুর হাটে যাচ্ছিলাম। পথে নিয়ামতপুর-টিএলবি সড়কের সাংশইল ব্রিজ এলাকায় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে একজনের মৃতু্য হয়।'

নিয়ামতপুর স্বাস্থ্য কমপেস্নক্সের কর্তব্যরত চিকিৎসক ফারহানা আফরোজ বলেন, 'স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। প্রাথমিক চিকিৎসার পর ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।'

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।'

লক্ষ্ণীপুর প্রতিনিধি জানান, সোমবার সকালে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশু মিম আক্তার (৪) ও তার দাদা নছির মোলস্না নিহত হয়েছেন। সদর উপজেলার পূর্ব হাজিরপাড়া এলাকার সিয়াম পেট্টোল পাম্পের সামনে লক্ষ্ণীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিম ও নাছির ভোলা জেলার বাসিন্দা। তারা চট্টগ্রাম থেকে লক্ষ্ণীপুর হয়ে ভোলার দিকে যাচ্ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে লক্ষ্ণীপুরের মজুচৌধুরীর হাটের উদ্দেশে শাহী নামক বাসে করে লক্ষ্ণীপুর আসেন নাছির, তার স্ত্রী বিবি আনজেরা, পুত্রবধূ বিবি মরিয়ম ও নাতনি মিম। বাসটি লক্ষ্ণীপুর-নোয়াখালী মহাসড়কের পাশে হাজিরপাড়া এলাকার একটি পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য দাঁড়ায়। এসময় বাস থেকে নেমে নাতনিকে নিয়ে রাস্তার বিপরীত পাশের দোকানে যাচ্ছিলেন দাদা নছির। রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা যমুনা পরিবহণের একটি বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু মিম মারা যায়। এসময় তার দাদা নাছিরও গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।'

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরূপ পাল বলেন, 'দুর্ঘটনায় এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত অবস্থায় নাছির নামে আরও একজনকে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।'

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, 'রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত দুইজনের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।'

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী উপজেলার ইছাপুর নামক স্থানে রোববার সন্ধ্যায় বাস চাপায় নাহিদ ইসলাম (২৫) নামে মোটর সাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিহত নাহিদ কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মশাজান এলাকার নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাহিদ মোটর সাইকেলে ঘুরতে বেরিয়ে কালিহাতী উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে ইছাপুর নামক স্থানে পৌঁছালে একটি অজ্ঞাত বাস তার মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃতু্য হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাকিব হাসান বলেন, 'বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।'

চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, সড়ক দুর্ঘটনায় প্রসাদ কর্মকার সুমন নামে এক মোটর সাইকেল চালক নিহত ও কাজী বাপ্পী গুরুতর আহত হয়েছেন। নিহত প্রসাদ কর্মকার সুমন ফেনী জেলার ছাগলনাইয়া থানার শান্তিরহাট গ্রামের মৃত নারায়ণ কর্মকারের প্রসাদের ছেলে। তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এসএম লোকমান হোসেন। ঘটনাটি ঘটেছে রোববার রাত ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জগমোহনপুর এলাকায়।

এলাকাবাসী জানান, দুইজন আরোহী মোটর সাইকেল নিয়ে কুমিলস্না থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাত ১১টায় মোটর সাইকেলটি জগমোহনপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৪-৭৮৫৮) ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক প্রসাদ কর্মকার সুমন নিহত ও অন্যজন আহত হন। আহত অবস্থায় কাজী বাপ্পিকে উদ্ধার করে প্রথমে কুমিলস্না পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. রুহুল কাদের বলেন, 'নিহতের লাশ উদ্ধার করে রাতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে