বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

এনএসইউ'তে ফ্যাকাল্টি ওরিয়েন্টেশন ওয়ার্কশপ

  ১০ জুলাই ২০২৪, ০০:০০
এনএসইউ'তে ফ্যাকাল্টি ওরিয়েন্টেশন ওয়ার্কশপ
এনএসইউ'তে ফ্যাকাল্টি ওরিয়েন্টেশন ওয়ার্কশপ

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) তিন দিনব্যাপী 'ফ্যাকাল্টি ওরিয়েন্টেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্কশপ সামার ২০২৪' গত ৪, ৭ ও ৮ জুলাই এনএসইউ'তে আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১৬টি ডিপার্টমেন্টের প্রায় ৪০ জন নতুন শিক্ষক উপস্থিত ছিলেন। আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. নাজমুন নাহারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এনএসইউ'র উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান নতুন শিক্ষকদের স্বাগত জানান। তিনি এনএসইউ'তে এই ধরনের ওয়ার্কশপ আয়োজনের জন্য আইকিউএসি'র প্রশংসা করেন। স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক এসকে তৌফিক এম হক; স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক শাহাদত হোসেন খান; স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক হেলাল আহমেদ; স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র কর্মশালায় উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে