৪৪তম বিসিএসের
মৌখিক পরীক্ষা ৫
আগস্ট পর্যন্ত স্থগিত
ম যাযাদি ডেস্ক
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার বিশেষ সভা শেষে এই সিদ্ধান্ত নেয় পিএসসি। পিএসসি'র জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
পিএসসি'র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহণ ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।
এদিকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হতে পারে বলে জানা গেছে। আগামী ২৮ আগস্ট শুরু হওয়ার কথা ছিল এই পরীক্ষা। সোমবার এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত আসতে পারে বলে পিএসসি'র একাধিক সূত্র জানিয়েছে।
সেতু ভবনে হামলা
৬ দিনের রিমান্ডে আসিফ মাহতাব ও আরিফ সোহেল
ম যাযাদি ডেস্ক
কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় আলোচিত-সমালোচিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ও জাবি শিক্ষার্থী আরিফ সোহেলের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার তাদের আদালতে হাজির করে ডিবি পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালত এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাত ১টার দিকে আসিফ মাহতাবকে উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসা থেকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। এ কথা জানান আসিফ মাহতাবের ছোট বোন নাফিসা তাসনিম। আর ২৭ জুলাই দিবাগত রাত ৪টার দিকে আরিফ সোহেলকে তার ভাড়া বাসা থেকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ তোলা হয়। আরিফের ছোট বোন উম্মে খায়ের ঈদি
বিষয়টি নিশ্চিত করেন।