শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

দুর্গাপূজা : চলতি

মাসে মিলবে টানা

৩ দিনের ছুটি

ম যাযাদি রিপোর্ট

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি মাসে টানা তিন দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। এ অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিজয়া দশমীর সরকারি ছুটি থাকবে আগামী ১৩ অক্টোবর রোববার। তার আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ ছুটি থাকবে। তবে যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব নিয়ম-কানুনে নিয়ন্ত্রিত হয় বা যেসব চাকরি সরকারিভাবে অত্যাবশ্যক তাদের ক্ষেত্রে নিয়ম কিছুটা ভিন্ন। সেক্ষেত্রে সেই সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

এ ছাড়া একজন সরকারি কর্মচারী তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারেন। তবে সেই ঐচ্ছিক ছুটি নিতে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়।

বায়ুদূষণে শীর্ষে বাগদাদ অষ্টম অবস্থানে ঢাকা

ম যাযাদি ডেস্ক

বায়ুদূষণে মঙ্গলবার সকালে বিশ্বের ১২০টি শহরের মধ্যে সকাল ৯টার দিকে রাজধানী ঢাকার অবস্থান ছিল অষ্টম। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ১৫১। বাতাসের এই মান 'অস্বাস্থ্যকর' বলে বিবেচনা করা হয়। বৃষ্টির জন্য শুধু সোমবার বাতাসের মান খানিকটা ভালো ছিল। এরপর মঙ্গলবার আবার দূষণ পরিস্থিতি নাজুক হয়ে গেছে।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। মঙ্গলবার সকাল ৯টার দিকে বায়ুদূষণে প্রথম ও দ্বিতীয় অবস্থানে ছিল যথাক্রমে ইরাকের রাজধানী বাগদাদ ও কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা। দুই শহরের স্কোর ছিল ২১২ ও ১৭৬।

রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ৯৩৪ মামলা

ম যাযাদি ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯৩৪টি মামলা ও ৩৫ লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার বিকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। এ ছাড়া অভিযানে ২১৮টি গাড়ি ডাম্পিং ও ১১৭টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

রানা পস্নাজা ধসের

মামলায় সোহেল

রানার জামিন

ম যাযাদি ডেস্ক

২০১৩ সালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা পস্নাজা ধসে হতাহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় ভবন মালিক সোহেল রানাকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্র পক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা। এর আগে ২০২৩ সালের ৬ এপ্রিল এই মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরে ৯ এপ্রিল হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল করেন আপিল বিভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে