শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে দোয়া ও আলোচনা

  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে দোয়া ও আলোচনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রম্নত আরোগ্য কামনা করে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর উত্তরায় এ অনুষ্ঠানের আয়োজন করে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে জুলাই-আগস্ট আন্দোলনের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয় সমন্বয়ক মো. সারজিস আলম। এছাড়া বক্তব্য রাখেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও আহত শিক্ষার্থী, শহীদ পরিবারের অভিভাবক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম।

আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রম্নত আরোগ্য লাভের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টিরা ও কর্মকর্তা-কর্মচারীরা। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে