জুলাই বিপস্নবে রাজধানীর চানখাঁরপুলে ছাত্র-জনতার ওপর গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর স্থিরচিত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে দাখিল করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ সুজন হোসেন নামে পুলিশের এক কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইবু্যনাল।
রোববার কনস্টেবল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবু্যনাল এই আদেশ দেন। ট্রাইবু্যনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. ৪
মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালত সূত্র জানায়, এদিন সকালে মোহাম্মদ সুজন হোসেন নামের ওই পুলিশ সদস্য ট্রাইবু্যনালে হাজির করা হয়। তার পর ভিডিওচিত্রের স্থিরছবি জমা দেওয়া হয়।
প্রসিকিউশন পক্ষে শুনানিতে অংশ নিয়ে ট্রাইবু্যনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বলেন, 'রাজধানীর চানখাঁরপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে গত ৫ আগস্ট সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর স্থিরচিত্র ট্রাইবু্যনালে দাখিল করা হয়েছে। শুনানিতে সুজন হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।'
বি এম সুলতান মাহমুদ বলেন, 'সুজন হোসেনের বিরুদ্ধে ট্রাইবু্যনালে এখনো কোনো মামলা নেই। তবে শাহবাগ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ২৩ ফেব্রম্নয়ারি মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করা হয়েছে।'
শুনানির সময় ট্রাইবু্যনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।