ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্সের উদ্যোগে জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের 'আন্ডারগ্র্যাজুয়েট রির্সাচ সিম্পোজিয়াম (ইউআরএস) ২০২৪' শীর্ষক গবেষণা প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে সোমবার ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউআরএস ২০২৪-এর কনভেনার এবং ইউআইইউ স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্সের প্রফেসর ড. মোহাম্মদ এইচ. আর. জোয়ার্দার এবং ধন্যবাদ জানান ইউআইইউ স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্সের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসা।
অনুষ্ঠানে প্রতি বিষয়ে সেরা রির্সাচ পেপার উপস্থাপনকারীকে ১ম পুরস্কার হিসাবে ১ লাখ টাকা, ১ম রানার আপকে ৬০ হাজার টাকা ও ২য় রানার আপকে ৪০ টাকার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ইউআইইউর শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, গবেষক এবং সাংবাদিকসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি