বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বইমেলায় তাহমিনা সানির গল্পের বই 'ম অক্ষর না মানুষ'

যাযাদি ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বইমেলায় তাহমিনা সানির গল্পের বই 'ম অক্ষর না মানুষ'
বইমেলায় তাহমিনা সানির গল্পের বই 'ম অক্ষর না মানুষ'

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ গল্পকার তাহমিনা সানির গল্পের বই 'ম অক্ষর না মানুষ'। বইটির নান্দনিক প্রচ্ছদ করেছেন শিল্পী নিয়াজ চৌধুরী তুলি। প্রকাশক নয়েজ পাবলিকেশন। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যোন অংশে প্রকাশনীর ৪০৩ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মূল্য রাখা হয়েছে ২২০ টাকা।

'ম'-তে মানুষ। আমাদের চারপাশে প্রতিদিন কত ধরনের মানুষই তো আমরা দেখি। কাছের মানুষ। দূরের মানুষ। ধনী মানুষ। গরীব মানুষ। ভালো মানুষ। মন্দ মানুষ। এত এত মানুষের ভিড়ে আমরা ভুলে যাই, শেষ পর্যন্ত মানুষ কি আসলেই চিনতে পারি! মানুষ চেনা যায়? এক জীবনে কতটা সময় অপচয় করলে একজন

খাঁটি মানুষ চেনা যায়? তবে কি আমাদের প্রত্যেকের ভেতরেই একটা করে 'না-মানুষ' বাস করে? সময় সুযোগ ও পরিস্থিতি বুঝে কখনো-কখনো তা বেরিয়ে আসতে চায় আলোয়। আর আমাদের প্রবল চেষ্টা থাকে সেই মনুষ্যত্ব বিহীন না-মানুষকে মনের অন্ধকারে দাবিয়ে রাখার- প্রকাশিত বই নিয়ে এই ভাষ্য লেখকের।

তিনি বলেন, 'বইতে স্থান পাওয়া ৯টি গল্পে এসব প্রপঞ্চের অন্বেষণ করা হয়েছে। যা পাঠকের ভালো লাগবে।'

তাহমিনা সানি হরর গল্প দিয়ে লেখালেখি শুরু করলেও তার বিভিন্ন স্বাদের গল্পের সঙ্গে পাঠক আগেই পরিচিত। তিনি বিভিন্ন জাতীয় পত্রিকা আর ম্যাগাজিনে লেখার পাশাপাশি দৈনিক কালের কণ্ঠে নিয়মিত লিখেছেন ফিচার আর রহস্য গল্প। অনুবাদেও বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। বিখ্যাত 'টোয়াইলাইট' সাগা অনুবাদের পাশাপাশি 'ক্রনিক্যালস অব নার্নিয়া'র অনুবাদও করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে