বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

প্রাণ ব্র্যান্ডের চালসহ ৯৩ লট পণ্য নিলামে তুললো কাস্টমস

চট্টগ্রাম বু্যরো
  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
প্রাণ ব্র্যান্ডের চালসহ ৯৩ লট পণ্য নিলামে তুললো কাস্টমস

প্রাণ ব্র্যান্ডের ১২ হাজার কেজি চিনিগুড়ো চালসহ ৯৩ লট পণ্য ই-অকশনে (অনলাইন নিলাম) তুলেছে চট্টগ্রাম কাস্টমস। নিলামের দরপত্র জমা দেওয়ার সময়সীমা ১৭ মার্চ দুপুর ২টা নির্ধারণ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রম্নয়ারি) সকাল ৯টা থেকে নিলামের দরপত্র উন্মুক্ত করার তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার সাইদুল ইসলাম।

তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে খালাস না নেওয়া এবং মামলাজনিত কারণে বন্দরে পড়ে থাকা পণ্য রুটিন অনুযায়ী নিলামে তুলতে হয়। আমদানিকারক পণ্য সরবরাহ না নেওয়ায় এবং মিথ্যা ঘোষণায় জব্দ পণ্যগুলো নিলামে তোলা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা এবার ৯৩ লট পণ্য অনলাইন নিলামে তুলেছি। ২৭ ফেব্রম্নয়ারি সকাল ০৯ থেকে ১৭ মার্চ দুপুর ২টা পর্যন্ত আগ্রহীরা দরপত্র জমা দিতে পারে। কেউ চাইলে ৩ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত নিলামের পণ্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।'

কাস্টমস সূত্রে জানা যায়, ৯৩ লটের মধ্যে ৫৮টি প্রথমবারের মতো এবং বাকিগুলোর দুইটি তৃতীয় দফায় ও ৩৩ লট দ্বিতীয় দফায় নিলামে তোলা হয়েছে। এরমধ্যে রয়েছে প্রাণ ব্র্যান্ডের একটি ১২ হাজার কেজির চিনিগুড়ো চাল, কালোজিরা চাল ৫ হাজার কেজি, একটি এক্সক্লেভেটর, খেলনা, নারীদের ব্যাগ, কেমিক্যাল, সুতো, কাপড়সহ বিভিন্ন পোশাক শিল্পের প্রয়োজনীয় উপকরণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে