শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

মনোহরদীতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নরসিংদী (মনোহরদী) প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২৫, ১৩:২১
মনোহরদীতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মনোহরদী উপজেলার সাগরদী বাজারের বেলতলী মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদীর মনোহরদী উপজেলার সাগরদী বাজারের বেলতলী মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) আয়োজিত এ সম্মেলনে ১৯৯৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণ করা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মো. জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন মনোহরদী উত্তর থানা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম ভূঁইয়া।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মনোহরদী দক্ষিণ থানা শাখার আমীর মাওলানা মো. ছানা উল্লাহ, মনোহরদী উত্তর থানার আমীর মাওলানা মো. ইকবাল হোসাইন, বেলাবো উপজেলার আমীর মাওলানা মো. জহিরুল ইসলাম জহির, মনোহরদী দক্ষিণ থানার সেক্রেটারি তাজুল ইসলাম শাহীন, মনোহরদী উত্তর থানার সেক্রেটারি মাওলানা এ কে এম মনির উদ্দিন, বেলাবো উপজেলার সেক্রেটারি মাওলানা সোহরাব হোসেন এবং খিদিরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী ওবায়দুর রহমান মোদাসসের।

সম্মেলনে বক্তারা শহীদ ও আহতদের স্মরণে একটি গ্রন্থ প্রকাশের কথা জানান। সেই সঙ্গে শহীদ পরিবারদের পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, দেশের তরুণ সমাজের কর্মসংস্থান, সামাজিক শান্তি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী মূল্যবোধভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি। তারা মাদক, চাঁদাবাজি, খুন, গুম, দুর্নীতি ও অন্যান্য অপরাধ নির্মূলে ইসলামী আইন ও ন্যায়বিচারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সম্মেলনে খিদিরপুর ও লেবুতলা ইউনিয়নের বিপুলসংখ্যক কর্মী ও তৌহিদী জনতা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে