বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

কৌঁসুলিদের বিশেষ উপদেষ্টার দায়িত্ব নিলেন সমাজী

যাযাদি রিপোর্ট
  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কৌঁসুলিদের বিশেষ উপদেষ্টার দায়িত্ব নিলেন সমাজী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৌঁসুলি দলের বিশেষ উপদেষ্টা (স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজার) হিসেবে দায়িত্ব নিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী। তিনি গত রোববার এ দায়িত্বগ্রহণ করেছেন বলে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে।

এর আগে ১৮ ডিসেম্বর সমাজীকে এক বছরের জন্য এই নতুন দায়িত্ব দেয় অন্তর্র্ব‌তী সরকার। তার দুই মাস বাদে তিনি কাজে যোগ দিলেন।

তার নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সমাজী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-আধাসরকারি বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক বাদ দেওয়ার শর্তে এ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ২৭ অগাস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে দায়িত্ব দেওয়া হয়েছিল আইনজীবী সমাজীকে। তবে তখন তিনি তা নিতে অপারগতা প্রকাশ করে চিঠি দিয়েছিলেন আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগে।

তাতে নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেছিলেন, 'ঢাকা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য হিসেবে প্রায় ৩৮ বছর ধরে পেশাগত মর্যাদাকে প্রাধান্য দিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। তবে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি পাবলিক প্রসিকিউটর পদে যোগদান করতে অপারগ।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে