সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২
সংবাদ সংক্ষেপ

পৃথিবীতে 'প্রাচীনতম উপাদানের' সন্ধান

  ১৫ জানুয়ারি ২০২০, ০০:০০
পৃথিবীতে 'প্রাচীনতম উপাদানের' সন্ধান
প্রতীকী ছবি

যাযাদি ডেস্ক

কয়েক দশক আগে পৃথিবীতে পড়া একটি উল্কার বিভিন্ন পদার্থ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এখন পর্যন্ত পৃথিবীতে পাওয়া প্রাচীনতম উপাদান আবিষ্কারের কথা জানিয়েছেন। গত শতকের ষাটের দশকে মহাশূন্য থেকে আসা ওই পাথরের মধ্যে যে ধূলিকণার খোঁজ মিলেছে, তা সাড়ে সাতশ কোটি বছরেরও পুরানো, বলছেন তারা।

তারকামন্ডলীতে তৈরি হওয়া সবচেয়ে পুরানো এ ধূলিকণা আমাদের সৌরজগতের জন্মেরও আগে সৃষ্টি হয়েছিল। ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সের জার্নাল প্রসিডিংয়ে বিজ্ঞানীদের এ আবিষ্কারের তথ্য প্রকাশিত হয়েছে বলে বিবিসি জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের একদল গবেষক অস্ট্রেলিয়ায় ১৯৬৯ সালে পড়া মুরচিসন উল্কার একটি অংশে থাকা ৪০টি 'সৌর পূর্ব কণা' বিশ্লেষণ

করে এ 'প্রাচীনতম উপাদানের' খোঁজ পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে