বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

বিএসএমএমইউতে পদোন্নতির দাবিতে চিকিৎসকদের ফের স্মারকলিপি

  ১৫ জানুয়ারি ২০২০, ০০:০০
বিএসএমএমইউতে পদোন্নতির দাবিতে চিকিৎসকদের ফের স্মারকলিপি

যাযাদি রিপোর্ট

পদোন্নতির দাবিতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল অফিসার (দক্ষ সার্জন ও মেডিসিন বিশেষজ্ঞ) উপাচার্যের কাছে নতুন করে ফের স্মারক লিপি দিয়েছেন।

প্রায় দেড় যুগের বেশি সময় ধরে পদোন্নতি বন্ধ থাকায় এর আগে গত ১ ডিসেম্বর ২০১৯ বিএসএমএমইউর মেডিসিন, নিউরোমেডিসনি, নিউরোলজি, নিউরো সার্জারি, গাইনি, কার্ডিওলজি, অর্থোপেডিকস, রিউম্যোটোলজিসহ প্রায় ৫৪টি বিভাগের চিকিৎসকরা বিশ্ববিদ্যালয়ের উপাচর্য অধ্যাপক ডা. কনক কান্তি বরারবর এ স্মারক লিপি দেন। উপাচার্যের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সব সিন্ডিকেট সদস্যের কাছেও স্মারকের অনুলিপি দেওয়া হয়েছে। সে সময় বিএসএমএমইউ উপাচার্য বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিন্ডিকেট সভায় এজেন্ডা হিসেবে উপস্থাপনের আশ্বাস দেন।

এ ধারাবাহিকতায় গতকাল শুরু হওয়ার বিএসএমএমইউর সিন্ডিকেট বৈঠকের সভা কক্ষের সামনে পদোন্নতি বঞ্চিত দুই শতাধিক চিকিৎসক অবস্থান কর্মসূচি পালন করে সিন্ডিকেট সদস্যদের কাছে পুনরায় স্মারকলিপি দেন।

এ সময় তাদের পদোন্নতির ব্যাপারে উপাচার্যসহ সব সদস্যের কাছে অনুরোধ জানিয়ে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আহ্বান জানান। প্রসঙ্গত, ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়ের একটি সিন্ডিকেট বৈঠক বিএসএমএমইউর বিধিমালা থেকে চিকিৎসকদের পদোন্নতি সংক্রান্ত ১৯৯৯ সালের নীতিমালাটি বাদ দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে