বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সেদিন বেলকনিতে

শুভজিত দত্ত
  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সেদিন বেলকনিতে

বেলকনিতে মাথা রেখে তুমি

অপলক দৃষ্টিতে চেয়েছিলে

1

চোখের ভাষায় তোমাকে খুব

বিষণ্ন লেগেছিল সেদিন

তোমাকে এতটা বিষাদের সুর

কখনো ছুঁয়ে যেতে দেখিনি

বিষণ্নতার কালো মেঘগুলো

জড়ো হয়েছিল হয়তো সেদিন

সেই হাসিমাখা মুখটা কেমন

বিবর্ণ লেগেছিল হঠাৎ করে

নিজেকে মনে হয়েছিল পাহাড়

সমতুল্য অপরাধে দন্ডিত

আমার কোন কথা যে তোমাকে

বিষাদের সাগরে ভাসিয়ে ছিল

তোমাকে না বলা কষ্ট আজ তাই

আমাকে যন্ত্রণা দিয়ে যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে