কুয়াশার চাদরে মোড়া সদ্য জেগে ওঠা ভোরটাকে
বড্ড আপন মনে হয়
গাছের ডালে বসে থাকা জবুথবু কাকটাও ভীষণ আপন
টুপটাপ এক ফোঁটা দুই ফোঁটা গড়িয়ে পড়া পানি
ঘাসের গায়ে লেগে থাকা শিশির বিন্দু
বাগানবিলাস ফুল আর লতা
জানালার পাশে কাঁঠাল গাছ
গাছে বসে থাকা দোয়েল
শীতের গরম সূর্য আর নীল আকাশ
এই বন্দি জীবনে এরা আমার
\হরোজ দেখা পাওয়া অকৃত্রিম বন্ধু
এরা ছাড়া আমি বড্ড একা।