আহা বৃষ্টি শিলা বৃষ্টি
কি আনন্দ ঘরে ঘরে
ঝমঝম বৃষ্টি মধুর সৃষ্টি
ঝরঝর আকাশ ভরে।
পোড়া দেহ শীতল করে
জ্বলা মনে দোলা লাগে
রোদে পুড়ে তাপে গলে
পথ ঘাট বৃক্ষ মন জাগে।
আহ বৃষ্টি শিলা বৃষ্টি
মন নাচে বৃষ্টির ছন্দে
মেঘ গুরগুর মেঘ গুরগুর
কানামাছি খেলো সেই দ্বন্দ্বে।
মেঘ যখন বৃষ্টি হয়ে ঝরে ফুরফুর
আকাশ হতে যেন শান্তির বর্ষণ
আহা কি আনন্দ জনে জনে
লাগছে ভালো আকাশের ঐ গর্জন।
সুরে সুরে গেয়ে পাখি ক্ষনে ক্ষনে
নীড়ে ফিরে বায়না ধরে বাবুই টিয়া
যতনে আগলে রাখে ছানাদের উম দিয়া।