আজ ইচ্ছে ছিল তোমায় রেখে দেই। পরে ভাবলাম
চাইলেও সব কিছু পাওয়া যায় না। কখনো কখনো
ইচ্ছে করে খুব প্রিয় মানুষটির হাত ছেড়ে দিতে হয়।
তাকে সুখে রাখতে
নিজের ইচ্ছাকে বিসর্জন দিতে হয়।
সব স্বপ্ন যখন
প্রত্যাশায় পরিণত না করে
তাকে সুস্থ রাখতে
গোছালো স্বপ্নগুলো ভেঙে দিতে হয়।
এক অজানা ভালোলাগা
পাগলপারা মন আমার।
কষ্টের পাহাড় গড়ি
কষ্টদায়ক বাক্য হয়ে,
কখনো নিজের অজান্তে
\হনিত্য সংলাপে প্রকাশ পায় বারবার
তখন সূক্ষ্ণভাবে সেই ভালোলাগাকে,
এক সুন্দর কল্পকথার মোড়ে
এনে নিজের মতো করে সাজাই।
মুঠোফোন আলাপন যখন কণ্ঠ শুনি,
অনুভূতি ব্যক্ত করে,
তখন ভুলে যাই জমানো সব
অভিমানগুলো।
স্মৃতির অ্যালবামে বন্দি করে দেই সব।
সময়ে-অসময়ে মনে পড়া মানুষটিকে।
\হকোনো অজুহাতে মনের আয়না
\হথেকে সরাতে চাই না।
জীবন পথের
সব কষ্টের আবরণ ঢেকে
হৃদয় দর্পণে,
হাসিমুখে নির্বাক পৃথিবীর পথে
আনন্দে এগিয়ে যেতে চাই।।