মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ভাবাদর্শ

রহমান মিজান
  ২১ জুন ২০২৪, ০০:০০
ভাবাদর্শ

দিব্যধ্যানে বসে আছি আশ্রিত সংঘে,

সিদ্ধাসনে তাওয়াফ করি ইচ্ছেমতো।

1

ভেতরের হাহাকার ঠেলে দেয় আমার শরীর,

তোমাকে আসন পেতে দিলে ভক্তি শ্রদ্ধায়

আমার সমস্ত পৌত্তলিক বিশ্বাসের উপর ঘৃণা জন্মে।

পৌত্তলিক বিশ্বাসে ঝাঁক বেঁধে চলা বুনো হাঁসের দল,

তবুও তারা দলে দলে বিভক্ত জোয়ানের বেশ।

ভোরেই রওনা দিব পৃথিবীর দিকে অবিশ্বাসী হয়ে...

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে