সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রেমের স্স্নোগান

সারমিন চৌধুরী
  ০৫ জুলাই ২০২৪, ০০:০০
প্রেমের স্স্নোগান

শেষ বিপস্নবে আমরা যখন রাজপথে হারিয়ে

প্রচন্ড তেষ্টায় জীবন প্রায় মৃতু্য!

1

তুমি ভিড় ঠেলে এসে বাঁপাশে রক্তে দিয়ে লিখলে

প্রেমের মৃতু্য নেই যতদিন আছে নক্ষত্ররাজি

মনে পড়ে সেইদিনের কথাগুলো?

চল আরেকটিবার শক্ত করে হাতটা ধরে

রঙে রঙে মুখরিত করি এই নশ্বর পৃথিবীকে

জেগে উঠুক অবিনশ্বর প্রেমের স্স্নোগানে;

আস রাজপথে দাঁড়িয়ে নির্ভয়ে বলি

আমরা হারতে আসিনি, আমরা মরতে আসিনি

সঙ্গতায় বাঁচতে এসেছি পৃথিবীতে

আমরা এক, আমাদের সত্তা এক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে