মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

পরিশুদ্ধ প্রেম

মনসুর আহমেদ
  ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০
পরিশুদ্ধ প্রেম

এই যে ব্যবধান,

এই যে আড়াল

এইটুকু দূরত্বে প্রেম গড়ে ওঠে,

নীরবতায় বাঁধা থাকে মধুরতম ছোঁয়া।

প্রেম তো দাবানল নয়,

যা ছুঁলেই পরিশুদ্ধ হয়,

প্রেম তো দূরের মেঘের মতো,

যা শুধু দেখে ভিজে যায় মন।

এসো, তবে একটু আড়ালে,

তোমার কোমল সত্ত্বা আগুনকে চেনার আগে।

আমাদের মাঝে থাকুক একটু ফাঁক,

তাহলেই হয়তো প্রেম থাকবে চিরজাগ্রত,

কখনো না পুড়িয়ে, শুধু উজ্জ্বল করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে