সূর্য ওঠে নাই সারাদিন, দক্ষিণে ঘূর্ণিঝড়ের প্রভাবে
উত্তরে যে হিমবাহ শুরু হয়েছে তাতেই নাকি
সব জমে বরফ হতে শুরু করেছে।
সেই বরফে জমে গেছে ভালোবাসাও।
শীতে জমে যায় ভালোবাসা !
এমনও দিন আসে যখন গরমের তাপদাহে
সব জল উড়ে যায় মেঘের ঘরে।
তখন কি ভালোবাসাও উদ্বায়ী হয়?
বসন্তে কি ভালোবাসা গলে গলে চুয়ে চুয়ে ঝরে যায়?
তা যেমনই হোক ভালোবাসা তো ভালোবাসাই।
আমাদের অনির্বচনীয় ভালোবাসা হোক জলের মতোন।
না বরফ, না বাষ্প, না উদ্বায়ী।
জল খলখল ছলছল নদীর মতো বয়ে চলুক।
না থামুক বরফ হয়ে কিংবা হারিয়ে না যাক বাষ্পের ছলনায়।
সূর্য উঠে নাই বলে যে ভালোবাসা জমে যায় বরফের মতো
তাকে চুলোয় তুলে গলিয়ে নিও।
মিশিয়ে দিও যমুনেশ্বরীর জলের ভালোবাসায় !