ব্র্যাকব্যাংক ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য তিনটি পুরষ্কার জিতেছে। সম্প্রতি অনুষ্ঠিত ২০তম আইসিএবি জাতীয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ২০১৯ সালের সেরা বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের জন্য এই পুরস্কার দেয়া হয়।
প্রতি বছর, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি) অ্যাকাউন্টিং বা আর্থিক প্রতিবেদন এবং নিরীক্ষণের মান প্রয়োগের মাধ্যমে স্বচ্ছ প্রতিবেদন এবং পর্যাপ্ত প্রকাশ প্রচারের জন্য বার্ষিক প্রতিবেদনগুলি স্বীকৃতি দেয়।
এ বছর, ২০তম পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আইসিএবি বেসরকারী খাতের ব্যাংক, আর্থিক পরিষেবা খাত, উৎপাদন, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বীমা, পাবলিক সেক্টর, এনজিও, পরিষেবা খাত, কৃষি, সমন্বিত রিপোর্টিং, কর্পোরেট সুশাসন প্রকাশ, সামগ্রিক বিজয়ীসহ মোট ১২টি বিভিন্ন ক্যাটাগরিতে ২৩ প্রতিষ্ঠানকে তাদের ২০১৯ বার্ষিক প্রতিবেদনের জন্য পুরস্কৃত করেছে।
ব্র্যাক ব্যাংক বেসরকারী খাতের ব্যাংক ক্যাটাগরিতে প্রথম পুরস্কার জিতেছে এবং 'সুশাসন প্রকাশ' এবং 'সমন্বিত রিপোর্টিং' উভয় বিভাগেই তৃতীয়স্থান অর্জন করেছে। বিজ্ঞপ্তি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd