রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিশ্ব আলোকচিত্র দিবস আজ

যাযাদি রিপোর্ট
  ১৯ আগস্ট ২০২৩, ০০:০০
প্রতীকী ছবি

আজ বিশ্ব আলোকচিত্র বা 'ফটোগ্রাফি দিবস'। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়। এবারও এ উপলক্ষে ফটোগ্রাফির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রদর্শনী ওর্ যালির আয়োজন করা হয়েছে।

১৮৩৯ সাল থেকে প্রতি বছর ১৯ আগস্ট দিনটিকে 'বিশ্ব ফটোগ্রাফি দিবস' হিসেবে পালিত হয়ে আসছে। মূলত মানুষের এই অগ্রযাত্রায় আলোকচিত্র ও আলোকচিত্র শিল্পীদের নিরলস পরিশ্রম ও দায়িত্বের প্রতি শ্রদ্ধা জানাতে দিনটি পালন করা হয়।

যুগে যুগে আলোকচিত্র প্রকৃতি, সমাজ, রাজনীতি ও মানুষের কথা বলেছে। ইতিহাসের পথ পরিক্রমায় রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বতর্মানে বিশ্বের কোটি মানুষ পেশা হিসেবে ফটোগ্রাফি করছেন। সংবাদ মাধ্যম ও জমকালো শোবিজ জগতের বাইরেও যুদ্ধের মাঠ আন্ডার ওয়াটার ও আন্তর্জাতিক স্পেস স্টেশনেও পেশাগত দায়িত্ব পালন করেছেন আলোকচিত্র শিল্পীরা। সদা চ্যালেঞ্জিং এই পেশায় বাংলাদেশেরও অসংখ্য মানুষ নিয়োজিত রয়েছেন। গণমাধ্যমসহ নিরলস কাজ করছেন প্রতিটি শাখায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে