রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র ও ইইউ'র কৌশলে জামায়াত শক্তিশালী হচ্ছে

জাসদের জাতীয় কমিটির সভায় হাসানুল হক ইনু
যাযাদি ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের জাতীয় কমিটির সভায় বক্তৃতা করেন দলের সভাপতি হাসানুল হক ইনু -সংগৃহীত

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, 'যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাদের ভূ-রাজনৈতিক স্বার্থে নির্লজ্জভাবে জামায়াত-বিএনপির অসাংবিধানিক রাজনীতি, ষড়যন্ত্র, চক্রান্তের রাজনীতিকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ভ্রান্ত কৌশলে জামায়াতসহ ধর্মান্ধ, সাম্প্রদায়িক, মৌলবাদী, জঙ্গিবাদী শক্তি উৎসাহিত ও শক্তিশালী হচ্ছে।'

শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জাতীয় কমিটির সভায় এসব কথা বলেন ইনু।

হাসানুল হক ইনু এমপি বলেন, 'বর্তমান সরকারের মেয়াদ পূর্ণ হওয়া ও নির্বাচনের সময় এগিয়ে আসার সঙ্গে তাল মিলিয়ে দেশের রাজনীতিতে উত্তাপ ও উত্তেজনা বাড়ছে। বিএনপি-জামায়াত এবং তাদের রাজনৈতিক সঙ্গীরা নির্বাচনের আগেই সরকার উৎখাত করে সংবিধান-বহির্ভূত অস্বাভাবিক সরকার আনার জন্য মাঠ গরম করছে, জল ঘোলা করছে।'

তিনি বলেন, 'জামায়াত-বিএনপির সরকার উৎখাত করে দল নিরপেক্ষ সরকারের দাবি যতই নিষ্পাপ হোক না কেন, দল নিরপেক্ষ সরকারের দাবিটাই জামায়াত-বিএনপির পক্ষে ছদ্মবেশী প্রক্সি সরকার আনার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না।'

সভায় জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি দেশের সর্বশেষ রাজনৈতিক রিপোর্ট উত্থাপন করেন। শোক প্রস্তাব পাঠ করেন জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন। সভায় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য, কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য এবং সব জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে