logo
বুধবার, ০৫ আগস্ট ২০২০, ২১ শ্রাবণ ১৪২৬

  ক্রীড়া ডেস্ক   ১৩ জুলাই ২০২০, ০০:০০  

অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত

মহামারি করোনাভাইরাসের সংকট কাটিয়ে মাঠে ফিরেছে ক্রিকেট। আর তাই অস্ট্রেলিয়া সফরে যেতে বাধা নেই ভারতের। আগামী ডিসেম্বরে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর নিশ্চিত করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। তবে কোয়ারেন্টিনের সময়সীমা সংক্ষিপ্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।

করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলকে কোয়ারেন্টিনে থাকতে হবে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্ন বাদে সকল জায়গাতেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে তা আবারও বেড়েছে।

রোববার ভারতের একটি টিভি চ্যানেলকে গাঙ্গুলি বলেন, 'হঁ্যা, আমরা ওই সফরটি নিশ্চিত করেছি। ডিসেম্বরে আমরা সফর করব। আমরা আশা করছি, কোয়ারেন্টিনের সময়সীমা কমানো হবে। কারণ আমরা চাই না, খেলোয়াড়রা এতদূর গিয়ে হোটেলে দু'সপ্তাহ বসে থাকুক। এটি খুবই হতাশাজনক ও হতাশাব্যঞ্জক হবে।'

তিনি আরও বলেন, 'আমি বলেছিলাম, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ভালো অবস্থানে রয়েছে। তাই নিজেদের দৃষ্টিকোণ থেকে, আমরা সেখানে যাব এবং আশা করছি, কোয়ারেন্টিনের দিন সংখ্যা কমবে এবং আমরা ক্রিকেটে ফিরে যেতে পারব।'

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে