ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অফ দিয়ে ছক্কা, নাসুম আহমেদের বলে ওই শটেই মিলল নতুন ঠিকানা। ৬ হাজার টি২০ রান পূরণ করলেন তামিম ইকবাল। এই মাইলফলকে পা রাখা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান তিনিই। বঙ্গবন্ধু টি২০ কাপে বুধবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচে এই অর্জন ধরা দেয় ফরচুন বরিশাল অধিনায়কের। উপলক্ষটি অবশ্য বড় কিছু করে রাঙাতে পারেননি তামিম। আউট হয়েছেন ৩১ বলে ৩১ রান করে।
টি২০তে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি২০এর ম্যাচ দিয়েই গত শনিবার সাকিব পূরণ করেছেন ৫ হাজার রান। তামিমের ৬ হাজার এসেছে ২১২ ইনিংসে, সাকিবের এখন ৫ হাজার ১১ রান ২৮৫ ইনিংসে। ক্যারিয়ারের বেশির ভাগ সময় অবশ্য মিডল অর্ডারে ব্যাট করেছেন সাকিব। বাংলাদেশের হয়ে তামিম ও সাকিবের পর রানের তালিকায় আছেন মুশফিকুর রহিম। তামিমের মাইলফলক ছোঁয়ার ম্যাচটি মুশফিক শুরু করেছেন ৪ হাজার ৭৯ রান নিয়ে। খেলেছেন ১৮০ ইনিংস। ১৯৮ ইনিংসে ৩ হাজার ৯৪৩ রান করে পাঁচে মাহমুদউলস্নাহ।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd